প্রাণঘাতী করোনাভাইরাস রোধে সারা দেশে আজ একযোগে টিকা দেওয়া শুরু হচ্ছে। ১০০৫ কেন্দ্রে এ প্রতিষেধক দেওয়া হবে।
স্বাস্থ্যকর্মীদের ২৪০০টি দল এ কাজে নিয়োজিত থাকবে। দেশব্যপী এ সংক্রান্ত সব প্রস্তুতি চূড়ান্ত। প্রথম দিন ঢাকায় প্রধান বিচারপতি, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবদের অনেকেই বিভিন্ন কেন্দ্রে টিকা নেবেন।
শনিবার বেলা আড়াইটা পর্যন্ত টিকা নেওয়ার জন্য ৩ লাখ ২৮ হাজার ১৩ জন নাম নিবন্ধন করেছেন। রোববার সকাল ১০টা মহাখালী স্বাস্থ্য ভবনে ভার্চুয়ালি টিকা কার্যক্রমের উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম এ সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য দেন। স্বাস্থ্য অধিদপ্তরে নতুন ভবনে এ বিফ্রিং হয়।
তিনি বলেন, রাজধানী ঢাকায় ৫০টি হাসপাতালে ২০৪ টিম এবং ঢাকার বাইরে সারা দেশে ৯৫৫টি হাসপাতালে ২১৯৬টি টিম টিকা প্রয়োগে যুক্ত থাকবে।
প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত চলবে এ কাজ। তিনি বলেন, যেসব কেন্দ্রে টিকা দেয়া হবে মোটামুটি সব জায়গায় প্রস্তুতি ভালো। আমরা প্রতিবন্ধকতা ছাড়াই টিকা কার্যক্রম শুরু করতে পারছি। কিছু কিছু ছোট কেন্দ্রে, মাতৃসদন, শিশুসদন কেন্দ্রগুলোতে সকালের দিকে কিছুটা সমস্যা ছিল। সন্ধ্যার মধ্যে সেগুলো প্রস্তুত হয়ে গেছে।
প্রথম দিন যারা টিকা নেবেন তারা শনিবার বিকাল পর্যন্ত এসএমএস পাননি। কিভাবে বুঝবেন তারা আজ টিকা পাবেন। এমন প্রশ্নের উত্তরে মহাপরিচালক বলেন, এসএমএস পেয়ে যাবেন।
রাতে মেসেজ পেয়ে কাল কি সবার পক্ষে টিকা নেওয়া সম্ভব- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ কার্যক্রম তো চলমান- এটা তো চলবে। একদিন না নিলে যে নেওয়া যাবে না এমন নয়, এটা চলবে। কাল নিতে না পারলে পরের দিন নেবেন, তার পরের দিন না পারলে তার পরের দিন নেবেন।
মহাপরিচালক বলেন, আজ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের টিকা নেয়ার কথা রয়েছে। শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা নেবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ।
শিক্ষামন্ত্রী ঢাকা থেকে জুমে চাঁদপুরে যুক্ত হবেন বলে আমরা জানতে পেরেছি। শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুল হকের টিকা নেওয়ার কথা রয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ সচিব টিকা নেবেন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও হাসপাতালে।
আজ টিকা নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানসহ ঢাবির ২০ শিক্ষক। সকাল ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তারা টিকা নেবেন।
এ বিষয়ে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান যুগান্তরকে বলেন, সরকারকে ধন্যবাদ যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে টিকা প্রদানে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এছাড়া শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা নেবেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার এবিএম খুরশিদ আলম, অতিরিক্ত মহাপরিচালক ও পরিচালকরা। রাজারবাগে পুলিশ হাসপাতালে করোনার টিকা গ্রহণ করবেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। শনিবার সন্ধ্যার পর ডিএমপির গণমাধ্যম শাখার ডিসি ওয়ালিদ হোসেন এ তথ্য জানিয়েছেন। বিভিন্ন স্থানে সংসদ সদস্য, রাজনৈতিক দলের নেতা, গণ্যমান্য ব্যক্তিরা টিকা নেবেন। একই সঙ্গে তারা অন্যদের নিতে উৎসাহিত করবেন।
প্রথম স্লটে ৩৫ লাখ মানুষকে টিকা দেওয়ার টার্গেট, কিন্তু শনিবার পর্যন্ত নিবন্ধন হয়েছে ৩ লাখ ২৮ হাজার তাহলে টার্গেট পূরণ হতে কত দিন সময় লাগবে এবং প্রথম ধাপে টিকা দিতে কত দিন লাগবে। এদের দ্বিতীয় ডোজ কবে থেকে শুরু হবে? এমন প্রশ্নে ডিজি বলেন, প্রথম ধাপের টিকা কবে শেষ করতে পারব এ মুহূর্তে বলতে পারছি না। শনিবার পর্যন্ত ৩ লাখ রেজিস্ট্রেশন হয়েছে, শুরুর পর কি পরিমাণ রেজিস্ট্রেশন হবে এবং আমরা যেহেতু কেন্দ্রেও রেজিস্ট্রেশনের ব্যবস্থা রেখেছি কাজেই এ রেজিস্ট্রেশনের ওপর ভিত্তি করে বলা যাবে না।
আমরা দ্বিতীয় ডোজ কবে দেব? আমাদের কাছে নির্দেশনা ছিল ৪ থেকে ১২ সপ্তাহের মধ্যে দ্বিতীয় ডোজ দেওয়া যাবে।
এ প্রশ্নের উত্তরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, প্রথম ধাপ দ্বিতীয় ধাপ বলে আমাদের কিছু থাকবে না। পর্যায়ক্রমে টিকা কার্যক্রম চলতে থাকবে। ৪ সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ দেওয়া হবে। পাশাপাশি যারা প্রথম ডোজ পাননি তাদের দেওয়া হবে। প্রথম ধাপ দ্বিতীয় ধাপ বলে কিছু নেই। এটা চলমান প্রক্রিয়া।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক নন কমিউনিকেবল ডিজিজ অধ্যাপক ডাক্তার রোবেদ আমিন বলেন, ট্রায়ালের ২৮ দিন পরে দ্বিতীয় ডোজ দেওয়া হয়। এ ক্ষেত্রে ২৮ দিনের গ্যাপেই দ্বিতীয় ডোজ দেওয়াই ভালো।
প্রাথমিক ভাবে যাদের টিকা দেওয়া হয়েছে তাদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে কিনা জানতে চাইলে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, পার্শ্বপ্রতিক্রিয়া বলব না। টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নয়, স্বাভাবিক প্রতিক্রিয়া দেখা গেছে। ১ শতাংশের জ্বর হয়েছিল। তারপর ঠিক হয়ে গেছে।
কারা টিকা নিতে পারবেন না, জানতে চাইলে সেব্রিনা ফ্লোরা বলেন, ১৮ বছরের নিচে, গর্ভবতী নারী, শিশুকে দুগ্ধদানকারী মা, যাদের অনেক জ্বর আছে তাদের টিকা দেওয়া যাবে না। যাদের কোভিড আছে, তাদের ৪ সপ্তাহ পর্যন্ত টিকা নেওয়া যাবে না। অন্য কোনো রোগের ক্ষেত্রে দেওয়া যাবে না- এমন কোনো নিষেধ নেই। কিন্তু সতর্কতার অংশ হিসাবে যারা এ মুহূর্তে গুরুতর অসুস্থ, হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, তাদের আমরা বলছি তারা যেন টিকা নিতে না আসেন। এছাড়া কিছু প্রশ্ন থাকবে, টিকাদান কর্মী সেই সব প্রশ্ন জিজ্ঞাসা করেই টিকা দেবেন। ওষুধে অ্যালার্জি আছে, তাদের টিকা দেওয়া হবে না। প্রাথমিক অবস্থায় এ কথাগুলো বলছি। টিকা কার্যক্রম কিছু দিন চলার পর আমাদের অবজারভেশনের ভিত্তিতে আপডেট করা হবে বলে জানান তিনি।
এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রোগ নিয়ন্ত্রণ অধ্যাপক ডাক্তার নাজমুল ইসলাম জানান, প্রতিটি জেলা-উপজেলা হাসপাতলে রোববার টিকা দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নিবন্ধনের জন্য ওয়েবসাইট চালু আছে এবং গুগল প্লে স্টোরে অ্যাপ ইন্সটল করা হয়েছে। প্রাক নিবন্ধন ছাড়া কাউকে টিকা দেওয়া সম্ভব হবে না। তবে টিকাদান কেন্দ্রে গিয়ে যারা নিবন্ধন করবেন তাদের পরে টিকাদানের তারিখ, সময় ও স্থান জানিয়ে দেয়া হবে।
এর আগে ২৭ জানুয়ারি একজন নার্স টিকা গ্রহণের মধ্য দিয়ে প্রাথমিক কার্যক্রম শুরু হয়। ওই দিন আরও ২৫ জন টিকা নেন। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে আরও ৫৪১ জনকে দেওয়া হয়। পার্শ্বপ্রতিক্রিয়া বোঝার জন্য এদের পর্যবেক্ষণে রাখা হয়। খুব একটা সমস্যা না হওয়ায় ৭ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে টিকা প্রয়োগ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।
রাজশাহী : বিভাগীয় শহরের মেডিকেল কলেজ, সম্মিলিত সামরিক হাসপাতাল, পুলিশ হাসপাতাল, কমিউনিটি হাসপাতাল এবং জেলা সদরের আধুনিক হাসপাতাল ছাড়াও উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। সকাল থেকে নিবন্ধিত ব্যক্তি কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন। প্রায় সাড়ে ৩ হাজার কর্মী টিকা কার্যক্রমে সম্পৃক্ত থাকছেন। প্রথম করোনার টিকা গ্রহণ করবেন রাজশাহী-২ (সদর) আসনের এমপি ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।
চট্টগ্রাম : ১৪ উপজেলা ও সিটি করপোরেশনের ৭টি জোনে পাঠানো হয়েছে করোনা টিকা। আজ টিকা প্রদান কার্যক্রম শুরু হবে। শনিবার চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামে আসা ৪ লাখ ৫৬ হাজার ডোজ টিকা উপজেলা এবং নগরীর জোনগুলোতে দুই ধাপে পাঠানো হয়। টিকা প্রদান কার্যক্রম চালাতে মেডিকেল টেকনোলজিস্টদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।
খুলনা : মহানগরে ১৩টি এবং জেলার প্রত্যেক উপজেলায় তিনটি করে ৪০টি কেন্দ্রে টিকা দেয়া হবে। সকাল ১০টায় খুলনা মেডিকেল কলেজ কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করা হবে। খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক প্রথমে টিকা গ্রহণ করবেন। শনিবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
সিলেট : সিলেট জেলা, মহানগর ও সিলেট সম্মিলিত সামরিক হাসপাতালসহ ৪১টি সেন্টারে একযোগে শুরু হবে টিকা কার্যক্রম। এর মধ্যে ১১ উপজেলায় ২৪টি ও মহানগরে ১৩টি ও সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) রয়েছে ৪টি সেন্টার। প্রতিটি টিকাদান কেন্দ্রে ২ জন প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী ও ৪ জন করে স্বেচ্ছাসেবক থাকবেন। এর আগে ৩১ জানুয়ারি করোনাভাইরাসের ২ লাখ ২৮ হাজার ডোজ টিকা সিলেটে পৌঁছে।
বরিশাল : সকাল থেকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) টিকাদান কর্মসূচি শুরু হবে। তবে জেলার অন্য উপজেলাগুলোতে শনিবার দুপুর পর্যন্ত টিকা নিতে আগ্রহীদের চূড়ান্ত তালিকা পাওয়া যায়নি। এসব উপজেলাগুলোয় চিকিৎসক ও প্রশাসনিক কর্মকর্তা মিলে ৫ থেকে ১০ জনকে টিকা দিয়ে কর্মসূচির সূচনা করা হবে।
ময়মনসিংহ : মহানগরীসহ জেলার ১৩টি উপজেলায় ১৬টি কেন্দ্রে ৫০টি বুথে টিকা দেয়া হবে। এ উপলক্ষ্যে টিকা নিবন্ধন কার্যক্রম চলছে। শনিবার দুপুর পর্যন্ত ৮ হাজার ৭০০ জনের নিবন্ধন সম্পন্ন হয়েছে। এর মধ্যে নগরীতে ৫ হাজার এবং অন্যান্য উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ৪ হাজার।
কলাপাড়া (পটুয়াখালী) : প্রথম দফায় কলাপাড়া উপজেলায় ৭৪৩ ভায়াল করোনার টিকা এসেছে। যা দিয়ে ৭ হাজার ৪৩০ জনকে টিকা দেয়া যাবে। ইতোমধ্যে টিকা দেয়ার জন্য অনলাইনে ১৪০ জন আবেদন করেছেন।
ভৈরব (কিশোরগঞ্জ) : ভৈরব ট্রমা সেন্টারে (বিশেষায়িত হাসপাতাল) ৯ হাজার ৫০০ ডোজ করোনার টিকা এসেছে। শনিবার দুপুর ২টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খোরশেদ আলম এসব টিকা গ্রহণ করেন।
ঝালকাঠি : বেলা ১১টায় ভিডিও কনফারেন্সের মধ্যেমে টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু। এর পরেই ১৫ ক্যাটাগরিতে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হবে। জেলায় চাহিদা পাঠানো হয়েছিল ১৯ হাজার ডোজ, এসেছে ১২ হাজার।
কমলগঞ্জ (মৌলভীবাজার) : সকাল থেকে কমলগঞ্জে নিবন্ধিত ১০০ জনের মধ্যে ১৫ জনকে করোনা টিকা দেয়া হবে। টিকা গ্রহণে আগ্রহীদের অবশ্যই আগে থেকেই সরকারের সুরক্ষা অ্যাপসে রেজিস্ট্রেশন করতে হবে।
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) : শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে টিকা প্রয়োগ নিয়ে দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সায়রা খান।
রংপুর : রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা প্রশাসক আসিব আহসান, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. আহাদ আলী, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নূরুন্নবী লাইজু ও সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় প্রথম করোনার টিকা গ্রহণ করবেন। সকাল সাড়ে ১০টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এ কার্যক্রমের উদ্বোধন হবে। এ পর্যন্ত ৫০০ চিকিৎসক টিকা নিতে রেজিস্ট্রেশন করেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন