Channel-21
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, অভ্যুত্থানের কারণ ব্যাখ্যা করে মিয়ানমারের নতুন সরকার বাংলাদেশকে চিঠি দিয়েছে। শনিবার ঢাকার আর্মি স্টেডিয়ামে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশের রাষ্ট্রদূতকে মিয়ানমারের সেনাবাহিনী একটা চিঠি দিয়েছে, সেখানে তারা বলেছেন-কী কারণে তারা সেনা অভ্যুত্থান করেছেন। এরপর আমরা আর কোনো তথ্য পাইনি।’
চিঠির বিষয়বস্তু সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, মিয়ানমার বলেছে, ১০ লাখের মতো ভুয়া ভোট পড়েছে। নির্বাচনে কারচুপির কারণেই সেনাবাহিনী ক্ষমতার পালাবদল ঘটিয়েছে। তিনি বলেন, আমাদের কাছে খবর এসেছে-রাখাইনের রোহিঙ্গা ক্যাম্পগুলোয় মিলিটারি কমান্ডাররা গেছেন এবং রোহিঙ্গা মুরুব্বিদের সঙ্গে কথা বলেছেন। এ সময় কমান্ডারদের কাছে রোহিঙ্গারা অভিযোগ করেন-স্বাধীনভাবে তারা চলাফেরা করতে পারেন না। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে কমান্ডাররা বলেছেন, আস্তে আস্তে তোমাদের অবস্থার পরিবর্তন করব। ধাপে ধাপে তোমাদের অবস্থার পরিবর্তন হবে। তিনি আরও বলেন, সেনারা তাদের (রোহিঙ্গা) অভয় দিয়েছে। এগুলো ভালো সংবাদ। এসব শুনে কক্সবাজারের ক্যাম্পগুলোর রোহিঙ্গারা
খুব খুশি হয়েছে। সবকিছু আবার নতুন করে শুরু হবে। তবে রাখাইনের ক্যাম্পগুলোয় সেনা সদস্যদের যাওয়ার খবর বাংলাদেশে সরকারিভাবে আসেনি বলেও জানান তিনি।
আলজাজিরার ‘অল দ্য প্রাইম মিনিস্টার’স মেন’ শীর্ষক প্রতিবেদন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৫ বছরের রাজনৈতিক জীবনে কোনোদিন কোনো বডিগার্ড ছিল না। তাকে রক্ষার দায়িত্বে ছিলেন নেতাকর্মীরা। কোনো দিন আমরা দেখিনি তিনি টাকাপয়সা দিয়ে বডিগার্ড রেখেছেন। ওই প্রতিবেদনে (আলজাজিরা) বলা হয়েছে, তার দুইজন বডিগার্ড। এটা মিথ্যা তথ্য। বক্তৃতা দেওয়ার সময় রাজনৈতিক নেতাদের পেছনে নেতাকর্মীদের দাঁড়ানো একটি ‘সাধারণ ঘটনা’ হিসাবে উল্লেখ করে ড. মোমেন বলেন, আমিও যখন বক্তৃতা দিই, আমার পেছনেও বহু লোক দাঁড়ায়। আমি তাদের অল্প কয়েকজনকেই চিনি। তিনি আরও বলেন, এ ধরনের বানোয়াট প্রতিবেদন টেকনিক্যালি জোড়াতালি দিয়ে করা হয়েছে। আলজাজিরার প্রতিবেদনটির তথ্যগত ভুল আমরা তুলে ধরব এবং মামলা করব। আলজাজিরা অনেক বিশ্বাসযোগ্যতা হারিয়েছে।
ঢাকার আর্মি স্টেডিয়ামে ‘মুজিব শতবর্ষে এক্সিম ব্যাংক’ শীর্ষক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুজিব শতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির প্রধান সমন্বয়ক কামাল আব্দুল নাসের চৌধুরী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন