Channel-21

  • কন্ট্রোল প্যানেল
  • সম্পাদক
  • অর্থনীতি
  • রাজনীতি
  • প্রকল্প
  • শিক্ষা
  • ব্যক্তিত্ব
  • সংবাদ
  • মোবাইল
  • প্রযুক্তি
  • মঙ্গলবার, ২২ জুন, ২০২১

    তালশহর নতুন বাজারে IFIC Bank এর উপশাখার শুভ উদ্বোধন

     

    IFIC Bank এখন তালশহর নতুন বাজারে

    উপশাখার শুভ উদ্বোধন

    চ্যানেল একুশে নিউজঃ আজ ২২ জুন রোজ মঙ্গলবার সকাল ১১:৩০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার, আশুগঞ্জ উপজেলাধীন তালশহর নতুন বাজারে IFIC Bank (আই এফ আই সি ব্যাংক) এর উপশাখার উদ্ধোধন করা হয়েছে। উক্ত উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন IFIC Bank আশুগঞ্জ শাখার ব্যবস্থাপক মোছাঃ কুলসুম বেগম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জের বিশিষ্ট্য ব্যক্তিত্ব, চরচারতলা ইসলামীয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর শীর্ষ নেতা এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সম্মানিত সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন মোল্লা। IFIC Bank তালশহর নতুন বাজার উপশাখার শুভ যাত্রালগ্নের অনেক আশা প্রাত্যাশার আয়োজনে আমন্ত্রিত অতিথিদের মাঝে বক্তব্য রাখেন; বাঙ্গালীর একুশে পত্রিকার সম্পাদক ও চ্যানেল-26 এর স্টাফ রিপোর্টার সাংবাদিক হাবিবুর রহমান, তালশহর নতুন বাজার বহুমুখী সমবায় সমিতির সাবেক সভাপতি, সমাজ কল্যাণ ফার্মেসীর পরিচালক, জাকের পার্টির আশুগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম জুয়েল, নিয়াজ টেলিকম এর প্রোপ্রাইটার এবং নিয়াজ মার্কেটের পরিচালক নিয়াজ সামছুল হক বিপ্লব। উক্ত শুভ উদ্ধোধনী অনুষ্ঠানে ইউনিয়ন ব্যাংক তালশহর নতুন বাজার শাখার বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত থেকে ব্যাংকিং সেবাদানে পারস্পারিক সহযোগিতার মাধ্যমে উন্নত গ্রাহক সেবাদানে ব্যাপারে দৃঢ় অঙ্গিকারের কথা ব্যক্ত করেন। এতে সমাজের বিশিষ্ট্য লোকজন সহ বিভিন্ন স্তরের গ্রহকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি বলেন, “আমাদের বঙ্গবন্ধু, স্বাধীনতার মহানায়ক শেখ মুজিবুর রহমান একটি সমৃদ্ধ বাংলাদেশ চেয়েছিলেন, অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী বাঙ্গালী জাতির সোনার বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন। এবং আজ তারই ধারাবাহিকতায় জননেত্রী শেথহাসিনার নেতৃত্বে আমরা ডিজিটাল বাংলাদেশের স্বপ্নকে বাস্তবে রূপদান করতে চলেছি। আজকের এই যে ব্যাংকিং সেবা গ্রামের মানুষের হাতের কাছে পৌঁছে দেওয়া এই সাফলতাও এসেছে বঙ্গবন্ধু কন্যা আমাদের সফল প্রধান মন্ত্রীর আন্তরিকতায়।আপনাদের সকলের প্রতি আহ্বান আপনারা সবাই এই IFIC Bank তালশহর নতুন বাজার উপশাখার ব্যাংকিং কার্যক্রমের সহযোগিতা করে অত্র এলাকটিকে অর্থনৈতিকভাবে একটি সমৃদ্ধশালী জনপদ হিসেবে এগিয়ে নিয়ে যাবেন। IFIC Bank ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করে উক্ত উপশাখা এবং আশুগঞ্জ শাখার ম্যানাজার কুলসুম বেগম বলেন, আমাদের ব্যাংকটি সফলতার সাথে কাজ করে ৪৭ বছরে পদারপন করেছে, সমগ্র বাংলাদেশে আমাদের ১৫৪টি শাখা এবং ৪৬৬টি উপশাখা রয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে আমরা ১৫শত শাখা খুলার অনুমোদন পেয়েছি এবং সেই লক্ষ্য নিয়েই আমাদের উর্ধ্বতন কর্মকর্তা সহ আমরা বিরামহীনভাবে কাজ করে যাচ্ছি এবং আজকের তালশহর নতুন বাজার উপশাখা উক্ত কার্যক্রমেরই অংশ। আমরা চাই গ্রাম বাংলার গ্রামীন জনগণের হাতের কাছে উক্ত ব্যাংকিং সেবা পৌঁছে দিতে।” তিনি বলেন,“ IFIC Bank ব্যাতিক্রম একটি ব্যাংকিং সেবা চালু করেছে, যা অন্য কোনো ব্যাংকে আপনারা পাবেন না। আমি গর্বের সাথে আমাদের আপগ্রেড ব্যাংকিং সার্ভিসের এই সেবাটি নেওয়ার জন্য আপনাদেরকে স্বাগত জানাব; উক্ত সেবাটি হল- “IFIC আমার একাউন্ট” দিনের স্থিতির উপর যেখানে ইন্টারেষ্টের সুযোগ রয়েছে। এটি অনেকটা এফডিআর এর মত। প্রত্যেক দিনের স্থিতির উপর আপনি একটা সুবিধা পাবেন। যদি এক রাতও আপনার টাকা ব্যাংকের উক্ত একাউন্টে থাকে তাহলে তার উপরও আপনি একটি ইন্টারেষ্ট পাবেন।” তিনি আরো বলেনা, “এজেন্ট ব্যাংকিং আর ব্যাংকের উপশাখা এক নয়, উপশাখা মূলত মূলব্যাংকেরই অংশ যা ব্যংকের স্টাফদ্বারাই পরিচালিত।” অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালন এবং সঞ্চালন করেন, IFIC Bank আশুগঞ্জ শাখার ট্রান্সজেকশান সার্ভিস অফিসার(টি,এস,ও) মোঃ নোমান মিয়া।অনুষ্ঠানটি মিলাদ, দোয় মাহিলের মাধ্যমে সমাপ্তি ঘোষিত হয়।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    তালশহর নতুন বাজারে IFIC Bank এর উপশাখার শুভ উদ্বোধন

      IFIC Bank এখন তালশহর নতুন বাজারে উপশাখার শুভ উদ্বোধন চ্যানেল একুশে নিউজঃ আজ ২২ জুন রোজ মঙ্গলবার সকাল ১১:৩০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া ...