নতুন প্রজন্মের প্রতি আমার আহ্বান ভাষার জন্য
আমাদের যে ভালবাসা সেটা যেন আমাদের অটুট থাকে।
অরবিন্দ
বিশ্বাস
উপজেলা
নির্বাহী অফিসার ও
উপজেলা
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
আশুগঞ্জ,
ব্রাহ্মণবাড়িয়া।
গণপ্রজাতন্ত্রী
বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর ৮টি বিভাগের ৬৪টি জেলাধীন ৪৯২টি উপজেলা প্রশাসন ও
পরিষদ গ্রাম বাংলার উন্নয়ন কাজে নিয়োজিত। উপজেলার ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার
দুই ধরনের দায়িত্ব পালন করেন; (১) সংরক্ষিত দায়িত্ব এবং (২) হস্থান্তরিত দায়িত্ব।
উক্ত দায়িত্ব পালনের মাধ্যমে দেশের অন্যান্য সকল উপজেলার ন্যায় আশুগঞ্জ উপজেলার
চলমান উন্নয়ন কাজের হালনাগাদ অবস্থা সম্পর্কে চ্যানেল-26 এর সাথে দেওয়া এক
স্বাক্ষাৎকারে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাস বলেন, “উপজেলা পরিষদ উপজেলা পর্যায়ের স্থানীয় সরকারের কাঠামো। আর উপজেলা প্রশাসন উপজেলায় জাতীয় বা কেন্দ্রীয় সরকার তথা ‘কেবিনেট ডিভিশনের’ প্রতিনিধি। উপজেলা প্রশাসন সরকারের মাঠ প্রশাসনের অন্যতম অঙ্গ।উপজেলা
নির্বাহী অফিসার এই পদটি হচ্ছে কেন্দ্রীয় সরকারের সরাসরি প্রতিনিধি।কেন্দ্রীয়
সরকারের যতগুলো কাজ আছে সবগুলোই উপজেলা পর্যায়ে তদারকি করে উপজেলা নির্বাহী
অফিসার। যে কোনো প্রতিবেদন কেন্দ্রীয় সরকারের কাছে উপজেলা নির্বাহী অফিসারের
মাধ্যমেই প্রেরণ করা হয়।” অমর একুশে তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২১
উপলক্ষ্যে তিনি চ্যানেল-২৬ এর মাধ্যমে তরুণ
প্রজন্মের প্রতি দায়িত্ব ও কর্তব্যের প্রতি গুরুত্বারোপ করে বলেন, “পৃথিবীতে
বাঙ্গালী জাতিই একমাত্র জাতি যারা মায়ের ভাষার জন্যা আত্মত্যাগ করেছেন। ১৯৫২ সালে
ভাষার জন্য রফিক, শফিক, সালাম সহ যারা জীবন দান করেছেন তাদের সবার প্রতি বিনম্র
শ্রদ্ধা জানাচ্ছি।নতুন প্রজন্মের প্রতি আমার আহ্বান ভাষার জন্য আমাদের যে ভালবাসা
সেটা যেন আমাদের অটুট থাকে”

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন