আশুগঞ্জে বিট পুলিশ অফিসারদের নাগরিক তথ্য সংগ্রহ
আশুগঞ্জ থানাধীন
তাজপুর এলাকায় পুলিশের বিট অফিসার এস আই জসিম উদ্দিন এবং এ এস আই হেলাল চৌধুরীর “সিটিজেন
ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআই এম এস)” আওতায় নাগরিক তথ্য সংগ্রহ।
এস আই জমিস
উদ্দিন
বিট-৩ (দুর্গাপুর
ইউনিয়ন), দায়িত্বরত কর্মকর্তা, আশুগঞ্জ থানা, ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার দূর্গাপুর ইউনিয়নের তাজপুর এলাকায় বসবাসরত সকল নাগরিকের তথ্য-“সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস)”-এ অন্তর্ভুক্ত করার লক্ষ্যে মাঠ পর্যায়ে কাজ করছেন আশুগঞ্জ থানার বিট-৩ এর পুলিশ অফিসার সাব ইন্সপেক্টর জমিস উদ্দিন এবং এ এস আই হেলাল চৌধুরী।গত ১০ ফেব্রুয়ারি আশুগঞ্জ উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের এই নাগরিক তথ্য সংগ্রহের কাজ চলে তাজপুর ইমামদীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙ্গিনায়। সেই সময় উক্ত কাজ সম্পর্কে চ্যানেল-26কে আশুগঞ্জ থানার বিট-৩ (দূর্গাপুর ইউনিয়ন) এর কর্মকর্তা এস আই জসিম উদ্দিন বলেন, “বাংলাদেশ পুলিশ প্রশাসনের মাধ্যমে আইজিপি এবং পুলিশ সুপারের সার্বিক তৎত্বাবধানে উক্ত তথ্য সংগ্রহের কাজ চলছে। তিনি বলেন এটি বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার একটি অগ্রগতি। এর মাধ্যমে প্রতিটি বিটের নাগরিকদের তথ্য অনলাইনে সংগ্রহ করা হচ্ছে। পুলিশ ভেরিফিকেশন, ক্লিয়ারেন্স, বহিরাগত সনাক্তকরণ সহ বিভিন্ন ধরনের অপরাধ প্রতিরোধ ও প্রতিকার এবং জননিরাপত্তা বিধানের লক্ষ্যে অত্র এলাকায় বসবাসরত সকল নাগরিকদের সম্পর্কে সংগৃহীত তথ্য সংরক্ষণ করা হবে। এটি অনলাইন বেইস একটি আধুনিক পদ্ধতি, যা মোবাইল এর মধ্যমে নাগরিকদের যে কোনো তথ্য সিআইএমএস সফটওয়্যারের মাধ্যমে পাওয়া যাবে। নাগরিকদের এই তথ্য সংগ্রহের প্রক্রিয়াটি অপরাধ প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে সহায়ক ভূমিকা পালন করে। তাছাড়া কোনও অপরাধজনক ঘটনা ঘটলে নাগরিক তথ্য কাজে লাগিয়ে ঘটনার রহস্য উদঘাটন করার পথটিও সুগম হবে। সিআইএমএস একটি ডেটাবেইস সফটওয়্যার যা গুগল প্লেষ্টোর থেকে ডাউনলোড করে কাজ করা যাবে”

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন