আওয়ামী লীগের আমিই সাধারণ সম্পাদক
আমরাই বৈধ
কমিটি এবং লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের আমিই সাধারণ সম্পাদক
মোঃ খলিলুর
রহমান
সাধারণ সম্পাদক
লালপুর ইউনিয়ন
আওয়ামী লীগ
লালপুর, আশুগঞ্জ,
ব্রাহ্মণবাড়িয়া।
লালপুর ইউনিয়ন
বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার একটি প্রসিদ্ধ ইউনিয়ন। উক্ত ইউনিয়নের
মধ্যে অনেক অভিজাত হিন্দু সম্প্রদায়ের লোকজনের বসতি রয়েছে আজও। এই জনপদের সবচেয়ে বড়
বৈশিষ্ট্য হল এখানে হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের লোকজন যুগ যুগ ধরে ভ্রাত্রিপ্রতিম
পরিবেশে বসবাস করে আসছে। যার পেছনে উক্ত এলাকার পূর্ব পরুষগণের সুযোগ্য নেতৃত্বের সুদৃঢ়
অবস্থান কাজ করেছে এবং তারই ধারাবাহিকতায় আজও বর্তমান প্রজন্মের নেতৃত্বের দ্বারা উক্ত
সাম্প্রদায়িক সম্প্রীতির অবস্থান অত্যন্ত ঘনিষ্ঠভাবে বিরাজ করছে। যেই সমস্ত নেতৃবৃন্দের বলিষ্ঠ ভূমিকা অত্র জনপদের
শান্তিপ্রিয় সহাবস্থান বিরাজ করছে তাদেরই একজন হলেন মোঃ খলিলুর রহমান। উনি বাংলাদেশ
আওয়ামী লীগের লালপুর ইউনিয়নের একজন প্রবীন নেতা। ১৯৮৫ইং সালে তিনি লালপুর ইউনিয়ন ছাত্রলীগের
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর ১৯৯০ইং সালে ছাত্রলীগের সভাপতি
এবং ১৯৯৫ইং সালে লালপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২০০২ইং সালে তিনি লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন সফলতার সাথে।
বর্তমানে তিনি লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করলেও
পাশাপাশি আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির মাধ্যমে আরো একটি কমিটির প্রচার
প্রচারনা শুরু হলে বর্তমানে বিতর্কিত বিষয়টি নিয়ে চ্যানেল-26 এর সাথে দেওয়া এক স্বাক্ষাৎকারে
তিনি বলেন, “আমরাই বৈধ কিমিটি এবং লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের আমিই সাধারণ সম্পাদক।
আমাদের যেই কমিটি আশুগঞ্জ উপজেলার নেতৃবৃন্দ একটি সফল কাউন্সিলের মাধ্যমে গঠন করে দিয়েছিলেন
তার বৈধ মেয়াদ রয়েছে তিন বছর। আমাদের তিন বছরের মেয়াদ এখনও পার হয় নাই। আর আশুগঞ্জ
উপজেলায় যে আহ্বায়ক কমিটি রয়েছে উক্ত আহ্বায়ক কমিটি কর্তৃক সংগঠনের গঠণতন্ত্রের বাহিরে
গিয়ে বার বার হাস্যকরভাবে কমিটি দেওয়ার কোনো যুক্তিকতা নেই। তাই আমাদের যেই কমিটি রয়েছে
জেলা কমিটির নেতৃবৃন্দের দ্বারাও তা স্বীকৃত। এখানে শুধু শুধু বিতর্ক সৃষ্টি করে সংগঠণের
ভাবমূর্তিকেই নষ্ট করার অপচেষ্টা চালানো হচ্ছে বলেই আমি মনে করি।”

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন