ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে কে যোগ্য
“ইউনিয়নের জনগণ আমাকে বিপুলভোটের মাধ্যমে পাস করিয়ে
প্রমাণ করে
দিয়েছে আসলে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে
কে যোগ্য”
বীর মুক্তিযোদ্ধা এম এ আবুল খায়ের
চেয়ারম্যান, লালপুর ইউনিয়ন পরিষদ
লালপুর আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া।
বিগত লালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা
এম এ আবুল খায়ের একজন স্বতন্ত্র প্রার্থী হয়ে উক্ত ইউনিয়নের নৌকার মনোনিত প্রার্থীকে
হারিয়ে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছেন প্রায়
৫ বছর যাবৎ। লালপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন কার্যক্রমে বলিষ্ট্য অবস্থান রেখে তিনি
একজন জনপ্রিয় নেতা হিসেবে সকলের মাঝে পরিচিত হয়ে আছে বেশ কয়েক দশক ধরে। ঢাকা বিশ্ববিদ্যালয়
থেকে অনার্স এবং মাষ্টার্স করে তিনি এলাকার মানুষের ভালবাসায় গ্রামে চলে আসেন এবং বাংলাদেশ
আওয়ামী লীগের রাজনীতি এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে বরাবরই প্রার্থী হয়ে সারা
জীবন কাটিয়ে দিয়েছেন। আশুগঞ্জ উপজেলার বর্তমান আহ্বায়ক কমিটি সম্প্রতি উনাকে লালপুর
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব দিয়েছেন বলে ইউনিয়ন, উপজেলা এবং জেলা পর্যায়ে
এই নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং প্রশ্ন দেখা হিয়েছে উক্ত কমিটির সাংগঠনিক গঠণতন্ত্রের
বৈধতা নিয়ে। এই পরিবেশ এবং পরিস্থিতে কমিটির স্বচ্চতা, সাংগঠনিক কার্যক্রমে উক্ত কমিটির
বিভিন্ন সক্রিয়তা নিয়ে চ্যানেল-26 এর সাথে দেওয়া এক স্বাক্ষাৎকারে বীর মুক্তিযোদ্ধা
এম এ আবুল খায়ের বলেন,“আমি পূর্ব থেকেই লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে পদ
প্রার্থী ছিলাম। কিন্তু বিভিন্ন ষঢ়যন্ত্রের মাধ্যমে এবং সংগঠনের গঠনতন্ত্রের বাহিরে
গিয়ে তারা আওয়ামী লীগের পদ পরিচয় থেকে আমাকে বঞ্চিত করে রখেছে। এরপর বিগত ইউনিয়ন পরিষদ
নির্বাচনেই আমার ইউনিয়নের জনগণ আমাকে বিপুলভোটের মাধ্যমে পাস করিয়ে প্রমাণ করে দিয়েছে
আসলে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে কে যোগ্য? তাই আমি মনে করি জনগণ আমাকে বিশ্বাস
করে, ভালবাসে এবং আমার সাথে রয়েছে। এই বিষয়গুলো বিবেচনা করেই আশুগঞ্জ উপজেলার ৪ জন
আহ্বায়কের মধ্যে ৩ জনের সমর্থনে আমাকে লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব
দিয়েছেন। আমি যথাযথভাবে দায়িত্ব পালনে সক্রিয় রয়েছি। আমি সুস্থ্য থাকলে আগামীতে নৌকার
প্রতীকে যদি নির্বাচন হয় তাহলে আমি নৌকা মার্কা নিয়েই নির্বাচন করবো- ইনশাল্লাহ।”

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন