আমরা ভাটি অঞ্চলের মানুষ। মেঘনার পারে আমাদের বসবাস
আমরা ভাটি অঞ্চলের মানুষ। মেঘনার
পারে আমাদের বসবাস
দেবাসিস দাস সোহেল
সদস্য সচিবঃ আশুগঞ্জ উপজেলা
আওয়ামী মৎস্যজীবী লীগ
সাবেক সাধারণ সম্পাদক- লালপুর
ইউনিয়ন ছাত্রলীগ
আহ্বায়ক- আশুগঞ্জ উপজেলা যুব
ঐক্য পরিষদ
লালপুরের সাম্প্রদায়িক সম্প্রীতি এবং মৎস্য ও শুটকির দিক দিয়ে একটি গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে তারুণ প্রজেন্মের যেই কয়জন সৃজনশীল নেতৃত্ব বলিষ্ট্যভাবে দায়িত্ব পালন করছেন তাদের মধ্যে দেবাসিস দাস সোহেল নামটি অন্যতম। লালপুরের সার্বিক অবস্থা এবং নিজের সাংগঠনিক অবস্থান সম্পর্কে চ্যানেল-26 এর সাথে দেওয়া এক বিশেষ স্বাক্ষাৎকারে দেবাসিস দাস বলেন,“আমরা ভাটি অঞ্চলের মানুষ। মেঘনার পারে আমাদের বসবাস। আমার দাদু প্রহল্লাদ দাস ছিলেন সাম্প্রাদায়িক সম্প্রীতির একজন বলিষ্ট্য চেয়ারম্যান এবং নেতা। আমি জানুয়ারি মাসের ৯ তারিখ আশুগঞ্জ উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্য সচিবের দায়িত্ব পেয়েছি। আমরা যেন সার্বিক বিষয়ে দেশের এবং দশের কাজ করতে পারি এই প্রত্যাশা নিয়েই আমি কাজ করে যাচ্ছি। আমাদের সম্পর্কের আরো উন্নতি হবে। এই আশাবাদ ব্যক্ত করছি।”

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন