Channel-21

  • কন্ট্রোল প্যানেল
  • সম্পাদক
  • অর্থনীতি
  • রাজনীতি
  • প্রকল্প
  • শিক্ষা
  • ব্যক্তিত্ব
  • সংবাদ
  • মোবাইল
  • প্রযুক্তি
  • রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১

    সাম্প্রদায়ীক সম্প্রীতি

    মুসলমান নেতৃবৃন্দসহ সকল মুসলিম ভাইদের ধন্যবাদ

    লালপুর এস কে দাস চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে আমি বিগত দিনে ২৭ বছর দায়িত্ব পালন করেছি

    সুহাস দাস চৌধুরী

    পিতাঃ বাবু সূর্য কুমার দাস চৌধুরী

    অন্যতম সদস্যঃ আহ্বায়ক কমিটি, আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ

    সভাপতিঃ আশুগঞ্জ উপজেলা পুঁজা উদযাপন কমিটি

    সভাপতিঃ আশুগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ

    Channel-21 News:

    লালপুর সহ অত্র এলাকার কৃতীসন্তান বাবু সূর্য কুামার দাসের সুযোগ্য উত্তরসূরী বাবু সুহাস দাস চৌধুরী বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার হিন্দু সম্প্রদায়ের মানুষের নেতা। তিনি লালপুরের সার্বিক উন্নয়ন কাজ সহ বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের সাথে সম্পৃক্ত রয়েছেন। লালপুর ইউনিয়নের মধ্যে এখনও হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে যে পারস্পারিক সম্পৃতি ধরে রেখেছেন তাদের অন্যতম একজন হলেন বাবু সুহাস দাস চৌধুরী। উক্ত এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে চ্যানেল-26 এর সাথে দেওয়া এক স্বাক্ষাৎকারে তিনি বলেন, “ আমার বাবা সূর্য কুমার দাস চৌধুরী অত্র এলাকায় একটি হইস্কুল প্রতিষ্ঠা করে গেছেন। এই হাইস্কুলটির নাম হল লালপুর এস কে দাস চৌধুরী উচ্চ বিদ্যালয়। আমি বিগত দিনে প্রায় ২৭ বছর উক্ত স্কুলের সভাপতি হিসেবে দায়িত্ব পাল করেছি। হেমলতা কিন্ডার গার্ডেন নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান আমি প্রতিষ্ঠা করেছি। হিন্দু সম্প্রদায় এবং মুসলমানদের মধ্যে এখানকার যে সুসম্পর্ক এবং এর মাধ্যমে অত্র এলাকায় যে একটি শান্তি প্রিয় পরিবেশ বিরাজ করছে এটি বাস্তব। এর জন্য আমাদের মুসলমান সম্প্রদায়ের নেতৃবৃন্দসহ সকল মুসলমান ভাইদের ধন্যবাদ জানাই।”


    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    তালশহর নতুন বাজারে IFIC Bank এর উপশাখার শুভ উদ্বোধন

      IFIC Bank এখন তালশহর নতুন বাজারে উপশাখার শুভ উদ্বোধন চ্যানেল একুশে নিউজঃ আজ ২২ জুন রোজ মঙ্গলবার সকাল ১১:৩০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া ...